লাল সবুজ ফুটবলের হারানো যৌবন ফিরিয়ে আনতে ও মাদক মুক্ত সমাজ গঠনে এবার উদ্যোগী হয়েছে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্হা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ফুটবল টুর্ণ্ণামেন্ট ২০২২ মহা ধুমধাম ও উৎসব মুখর পরিবেশে দাকোপ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠি হচ্ছে।
আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাজুয়া ও কৈলাশগঞ্জ ইউনিয়নের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে কোন দল নিদিষ্ট সময়ের মধ্যে গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে উপনিত হলে বাজুয়া ০৪ -১ গোলে কৈলাশগঞ্জ একাদশ কেপরাজিত করে ফাইনালে উর্ত্তিন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃিতা
করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এসময় তিনি বলেন বাংলাদেশ তারুণ্যের প্রতিক হিসাবে শেখ কামাল চিরদিন স্বরনীয় হয়ে থাকবেন।তার চিন্তা চেতনায় সর্বদাই ছিল সৃষ্টিশীল উদ্ভাবনী বৈশিষ্ট।শেখ কামাল টুর্ণ্ণামেন্ট বাংলাদেশে তরুণদের মাঝে নতুন জাগরন সৃষ্টি করবে।যা শেখ কামালের চিন্তা চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,বাজু পৌর মেয়র সনত কুমার বিশ্বস,বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস মুকুল রায়,কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মন্ডল, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়,সহ গনমাধ্যম কর্মিরা।