বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়/উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেনের নেতৃত্বে জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। তদারকিকালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং তারিখ ও এম আর পি না থাকার দায়ে ঢাকা বেকারিকে ২০,০০০/- জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ মাছের ঔষুধ পাওয়ায় মীনা ট্রেডার্সকে ২০,০০০/- জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে এবং তারিখ ও এম আর পি না থাকার দায়ে চট্টগ্রাম বেকারিকে ২০,০০০/- জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৬০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।