ছাগলনাইয়া থানা কমপ্লেক্স পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পোনা মাছ অবমুক্ত করেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। এর আগেও অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের তত্বাবধানে থানার বিভিন্ন খালি জায়গা ফলজ, বনজ চারা গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করায় ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বলেন, এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। মাছ চাষে সবাইকে উৎসাহিত করতে হবে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ, এসআই (নিঃ) মোঃ মাকসুদুর রহমান, এসআই (নিঃ) মোঃ মহিম উদ্দিন, এএসআই(নিঃ) নিজাম উদ্দিন সহ অন্যন্য পুলিশ সদস্য।
উল্লেখ্য যে ছাগলনাইয়া থানা কমপ্লেক্স পুকুরে বিভিন্ন প্রজাতির ৩২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।