চালের বাজার উর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে
স্বস্তি দিতে আজ বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী চাল ও আটা খোলা বাজারে বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে।ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও আটা ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার।এ ছাড়া টিসিবির ফ্যামেলি কার্ডধারীদের দেওয়া হবে ওএমএসের চাল।
একই সঙ্গে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিদরে চাল দেওয়ার খাদ্যবান্ধব কর্মসুচি শুরু হবে।
এই লক্ষে খুলনার দাকোপের চালনা পৌরসভা এলাকার ওএমএস কার্যক্রম ৩ টি পয়েন্টে এই কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলার দরিদ্র
মানুষ প্রতিবার ৩০ টাকা দরে পাঁচকেজি চাল নিতে পারবেন।এ ক্ষেত্রে টিসিবির কার্ডধারীগণ অগ্রধিকার পাবেন।এ ছাড়া নিম্ন আয়ের মানুষ লাইনে দাড়িয়ে চাল নিতে পারবেন।
এ লক্ষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত
ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দাকোপ থানা
পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত ,উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়,এ ছাড়া বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি কাউন্সিলার বৃন্দ গনমাধ্যম কর্মি সহ শুশিল সমাজের নেতৃবৃন্দ।