অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর শহরে অভিযান পরিচালনা করেছে রায়পুর উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় নিবন্ধন ও বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারনে রায়পুর ম্যাক্স কেয়ার হাসপাতালকে সিলগালা করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্ক ও লাইসেন্স নবায়নে সময় দেওয়া হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বাহারুল আলম এর নের্তৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন, রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ কবির, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টার কাজী মাহামুদুর রহমান সহ আরো অনেকে।