হাজীগঞ্জ বাজারে অবৈধভাবে দখলের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা করা হয়েছে।
বাজারের জ্যামের রয়েছে বিবিধ রকমের কারণ। হকার, সিএনজি, দোকান; মিলেমিশে সবাই যেন মূল রাস্তা কতটুকু দখলে রাখা যায় সে প্রতিযোগিতায় লিপ্ত..
ব্যবসায়ীরা ভুলেই যায় দোকানের সীমানা কতটুকু৷ মালামালের পসরা সাজানো দোকান ছাড়িয়ে দূর, বহুদূর, ফুটপাথে। কারো কারো আবার দোকানের ভেতরের চেয়ে রাস্তায় মালামাল বেশি থাকে। ফলাফল নিশ্চল রাস্তা, সীমাহীন ভোগান্তি মানুষের।
দোকানের সম্মুখ অংশ অবৈধভাবে দখলে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মামলায় আজ ৪৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে, ক্রমান্বয়ে অভিযান তীব্রতর হবে)