স্থানিয় সরকার সম্মেলন কক্ষে, ২৭ ই জুলাই এক আলোচনা সভার আয়োজন কর হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মন্ত্রী এক বক্তব্যে বলেন,”গ্রামকে অবহেলা করবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে গ্রামের দিকে নজর দেই”।
গ্রামের দিকে নজর দিতে হবে,কেননা গ্রামই সব উন্নয়নের মূলকেন্দ্র।
“গ্রামের উন্নয়ন আর অর্থনৈতিক সমৃদ্ধি যখন বেগবান হবে তখন গোটা বাংলাদেশ এগিয়ে যাবে সম্মুখপানে”… জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম আমার শহর’: বাস্তবায়নে দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
এই দর্শন বাস্তবায়িত হলে মানুষ আর শহরমুখী হবে না। হাতের কাছেই পাবে শহরের সকল আধুনিক সুযোগ-সুবিধা।
‘আমার গ্রাম আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির চতুর্থ সভায়।