পাওনা টাকা চাওয়ায় নারীকে মারধর
শ্রীনগরে আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা চাওয়াতে এক নারীকেট মারপিট করে আহত করা হয়েছে।
গত শনিবার(২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম দেউলভোগ গোন্ডেন সিটি এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত নারী মনোয়ারা বেগম(২৮)কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এব্যাপারে আহত নারী আদম ব্যবসায়ী আলী হোসেন(৪০)সহ ৩জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী রিপন ও মামা সাইফুলকে ৫ লক্ষ ৩০হাজার টাকার বিনিময়ে ভাল বেতনে আদম ব্যবসায়ীর স্ত্রী ইভা(৩৩) তার স্বামীর মাধ্যমে দুবাইয়ে চাকুরী দিবে বলে প্রস্তাব দেয়। ভুক্তভেগী উক্ত প্রস্তাবে রাজী হয়ে গত ২৪ফেব্রুয়ারি স্বামী রিপন ও মামা সাইফুলকে দুবাইয়ে পাঠানোর পর থেকেই ভুক্তভোগীর স্বামী ও মামার কোন সন্ধান না পাওয়ায় ইভার কাছে সন্ধান জানতে চাইলে ইভাসহ তার স্বামী আদম ব্যবসায়ী আলী হোসেন ভুক্তভোগীর স্বামী ও মামাকে দুবাইয়ে নেয়ার কথা অস্বীকার করে। এ নিয়ে ভুক্তভোগী স্থানীয়ভাবে সালিশ ডাকলে সালিশে আদম ব্যবসায়ী ও স্ত্রী ইভা ভুক্তভোগীকে আদম ব্যবসায়ী আলী হোসেন ও স্ত্রী ইভা ১৫দিনের মধ্যে দেড় লক্ষ টাকা ফেরত দিবে বলে উভয় পক্ষ রায় মেনে নেয়।
রায়ের সময় অতিবাহিত হওয়ায় ভুক্তভোগীর টাকা ফেরত না দেওয়ায় ঘটনার দিন শনিবার আদম ব্যবসায়ীকে বাড়ীর সামনে পেয়ে ভুক্তভোগী তার টাকা ফেরত চাইলে আদম ব্যবসায়ী আলী হোসেন সহ তার স্ত্রী ইভা ও মা মিলে ভুক্তভোগীকে এলোপাথারী কিলঘুষি ও লাঠি দিয়ে বেধম পিটিয়ে গুরুত্বর আহত করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভুক্তভোগীর স্বামী ও মামাকে দুবাইয়ে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
আহত নারী মনোয়ার বেগম বলেন, আমার স্বামী ও মামাকে আলী হোসেন ও স্ত্রী দুবাইয়ে নিয়ে কোন চাকুরী দেয় নাই। আমি আমার স্বামী ও মামার খোজ জানতে চাইলে আদম ব্যবসায়ীর স্ত্রী ইভা আমার স্বামী ও মামা খোজ নিয়ে চাকুরী দিবে বলে আমার থেকে ২লক্ষ টাকা নিয়ে আমার স্বামী ও মামাকে চাকুরী না দিয়ে স্বর্ণ চোরাচালান মামলায় জেলে থাকা ইভার স্বামী আদম ব্যবসায়ী আলী হোসেনকে জামিনে বের করে। এই নিয়ে আমি সালিশ ডাকলে সালিশে আদম ব্যবসায়ী আমাকে দেড় লক্ষ টাকা আমাকে ফেরত দিবে বলে রায় মেনে নিয়ে পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে আমাকে মারধর করে এবং আমার স্বামী ও মামা দুবাইয়ে খুন করবে বলে হুমকি দেয়।
এব্যাপারে আদম ব্যবসায়ী আলী হোসেন এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিদেশে লোক পাঠানোর জন্য আমার একটি ট্রাভেলস আছে। বিদেশে লোক পাঠালে টাকা গুলো কি মাধ্যমে আদান প্রদান করেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমি হোন্ডির মাধ্যমে এই টাকা গুলো লেনদেন করি। আপনারা আমার বিরুদ্বে নিউজ করলে বুঝে শুনে করবেন। আমি কিন্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জানি।
সালিশদার মোঃ শাহ-আলম বলেন, আমিসহ আরো অনেক এবিষয়টি নিয়ে একটি সালিশ করি। সালিশে উভয় পক্ষের বক্তব্য শুনে সকলে মিলে দেড় লক্ষ রায় করি এবং ১৫ দিনের ভিতর আদম ব্যবসায়ীকে আলী হোসেনকে মহিলাকে দেড় লক্ষ টাকা ফেরত দিবে বলে রায় মেনে উল্টো টাকা ফেরত না দিয়ে মহিলা মারধর করে।
শ্রীনগর থানার উপ-পুুলিশ পরিদর্শক(এস/আই) মোঃ সাইফুল ইসলাম মাদবর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে