বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সাফল্যের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে সূচীপাড়া ডিগ্রি কলেজ-দৈনিক বাংলার অধিকার

হাসানুজ্জামান,শাহরাস্তি( চাঁদপুর) প্রতিনিধি / ২৭০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ২ জুলাই, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলা তথা চাঁদপুর জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সূচীপাড়া ডিগ্রি কলেজটি প্রায় ৪ একর জায়গার উপর দাঁড়িয়ে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানান সাফল্যতার মধ্যেদিয়ে বিভিন্ন অধ্যক্ষের হাত ঘুরে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নতির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সুনাম অর্জন অব্যাহত রেখেছে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

জানা যায়, বর্তমান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া গত ২৯ সেপ্টেম্বর-২০১০ সালে যোগদানের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নতি ও শিক্ষার মানোন্নয়ন জেলাসহ কুমিল্লা বোর্ডে শ্রেষ্ঠত্বে ভূমিকা পালন করেছে। ২৫ শতাধিক শিক্ষার্থীকে পাঠদানের জন্য ২৬টি শ্রেণি কক্ষে বর্তমানে ৩২ জন শিক্ষক আর দাপ্তরিক ও বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ১০জন কর্মচারী রয়েছে। এছাড়া ৭টি পদ পূরণে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬টি ভবনের মধ্যে ৩টি অফিস, ১টি পাঠাগার, ১টি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, ১টি ছাত্রীদের কমনরুম, ১টি নামাজের কক্ষ, ১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ১টি কেন্টিন, ১৫টি শৌচাগার রয়েছে।
আরও জানা যায়, কলেজটি প্রতিষ্ঠার ৮ বছর পর তথা ১৯৯৫ সালে এইচএসসি’র কেন্দ্র, ২০১২ সালে ডিগ্রি পরিক্ষার কেন্দ্র ও ২০১৫ সালে বিএসসি পরিক্ষার কেন্দ্রে উন্নীত হয়। উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় আনিত প্রাপ্তির মধ্যে রয়েছে, কলেজটি উচ্চ মাধ্যমিক থাকাবস্থায় ২০১১সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা ২০ কলেজের মধ্যে ১৮তম স্থান লাভ, ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্য়ায়ে শ্রেষ্ঠতম স্থান, ২০০৪ সালে শাহরাস্তি ফাউন্ডেশন কর্তৃক সন্তোষজনক ফলাফলের সনদ লাভ, ২০২০-২১ সালে শতভাগ ফলাফলে উত্তীর্ণ হওয়া। এছাড়া ২০২২ সালে কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ আবুল কালাম মনোনীত হন। শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক প্রভাষক আবু সায়েম, শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রতিম চন্দ্র দাস তনু, শ্রেষ্ঠ রোভার স্কাউট আবদুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ রোভার স্কাউট দল সূচীপাড়া ডিগ্রি কলেজ মনোনীত হয়। জেলা পর্যায়ে চাঁদপুর কন্ঠ বিতর্ক দলের রানার্স আপের স্বীকৃতি লাভ। বিজ্ঞান মেলায় ২০১৯ ও ২০২০ সালে জেলা পর্যায়ে ২য় স্থান এবং উপজেলায় ১ম স্থান অর্জন করে।এছাড়াও প্রতি বছর উপজেলা ও জেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জনের তালিকায় স্থান করে নেয় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজ থেকে বহু মেধাবী শিক্ষার্থী বের হয়ে সারাদেশ সুনামের সাথে কর্মরত রয়েছেন। আবার কেউ কেউ ব্যবসা-বানিজ্যে সফলতা অর্জন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, ৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া অনেক শিক্ষার্থী এমবিবিএস ডাক্তার হয়েছেন। তাদের মধ্যে ৩ জন ডাঃ মেহেদী হাসান মজুমদার, ডাঃ আয়েশা ছিদ্দিকা মুনমুন, ডাঃ আবু নাসের শাকিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।বহুশিক্ষার্থী বর্তমানে ইঞ্জিনিয়ার, বিসিএস প্রশাসনিক কর্মকর্তা, কৃষিবিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সরকারী-বেসরকারি কলেজের শিক্ষক, ব্যাংকার, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন। জেলা শহরে নাম করা ৪টি প্রতিষ্ঠানে সূচীপাড়া ডিগ্রি কলেজের প্রাক্তন ৪ শিক্ষার্থী সুনামের সাথে শিক্ষকতা করছেন। এরা হলেন চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সায়েম হোসেন, ডিএন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নাজির আহমেদ, মাতৃপিঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাসুদুর রহমান। বিজ্ঞান মেলায় ২০১৯ ও ২০২০ সালে জেলা পর্যায়ে ২য় স্থান এবং উপজেলায় ১ম স্থান অর্জন।
এবিষয়ে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, আমি আমার দায়িত্বগত ভূমিকা যথাযথ পালনের চেষ্টা করেছি। স্থানিয় সংসদসদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে অবকাঠামোগত উন্নতিতে সার্বিক সহযোগিতা করেছেন। আজ এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সন্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যাঁর কারনে তিনি জননেতা, তিনি আমাদের অভিভাবক। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী স্থানিয় সংসদসদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের কাছে ঋণী বলে তিনি জানান।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!