মতলব দক্ষিন উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা গত ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিয়েছেন কবির আহমেদ । খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন ।
সহকারী কমিশনার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান , কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।
বিকেল তিনটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনালে অংশগ্রহণ করেন চরবাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চরবাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় । বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপাধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয়। উক্ত খেলায় বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উপাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । খেলায় রেফারি দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহকারীর রেফারীর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোস্তফা ফারুক ও সহকারি শিক্ষক মাহমুদ হাসান । খেলা ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন চরনিলক্ষী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বকুল ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট রিসোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ সরোয়ার জাহান উপাধি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান , ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, বোয়ালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আল-আমিন হোসেন উজ্জল সাবেক ফুটবলার মহসিন পাটোয়ারীসহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্র ছাত্রীরা ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।