বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সারা দেশে শুরু হয়েছে । এর অংশ হিসেবে ১৮ জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। এ সভাকে কেন্দ্র করে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে।
উৎসবের আমেজ বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে।নিজের ছবির সঙ্গে স্হানীয় এমপি,সাবেক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে ব্যানার, বিলবোর্ড গেইট, নির্মাণ করেছেন আগামী সম্মেলনে উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা।
চাঁদপুর থেকে শুরু করে বাগাদী, বাঘড়া,ধানুয়া বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তা, কালিবাজার চৌরাস্তা, বাসস্ট্যান্ড হয়ে ভান্ডারি মহল উপজেলা দলীয় কার্যালয় পর্যন্ত ছেয়ে গেছে ব্যানার, পোস্টার,গেইট।কেউ কেউ অনলাইন ফেসবুকের মাধ্যমে তাদের পছন্দের নেতাদের ছবি দিয়ে ব্যানার পোস্টার করে ফেসবুক ছাড়ছেন।উপজেলা দলীয় কার্যালয় ১৮ জুন শনিবার বর্ধিত সভা হবে।
সভায় উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত থাকবেন।
উল্লেখ্য বর্ধিত সভায় উপলক্ষে ৯ জুন বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ ই জুন বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সহযোগীরা উক্ত বর্ধিত সভায় ও সম্মেলন কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না।
জরুরি এই বর্ধিত সভায় সম্মেলন ছাড়াও আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে।