ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন’র ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সফল সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবদুল হালিম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন ভুঁইয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক সহকারী শিক্ষক নুরুল আবছার, ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ শেখ আনোয়ার করিম, বিদ্যোৎসাহী শাহ্ এমরান ভুঁইয়া, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, উপজেলা আ’লীগের মানব বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর ভুঁইয়া রনি, ম্যানেজিং কমিটির সদস্য বেলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য একরামুল হক।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক সুজন চন্দ্র নাথ, সাধন চন্দ্র পাল, সাংবাদিক নুরুজ্জামান সুমন, প্রাক্তন ছাত্র শেখ হারুন ও পরিক্ষার্থী সায়মা আক্তার। এসময় প্রাক্তন শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আয়োজক কমিটি।
এসএসসি পরিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে চেয়ারম্যান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জোবায়ের হোসেন শাহীন’র পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।