মাজেদুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ও অবসর জনিত কারণে সহকারী শিক্ষক আফিজার রহমান ও এমদাদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১৬ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় গড়েয়া এস, সি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক মুহা,সাদেক কুরাইশী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট আ,স, ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, ১৩নং গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উদ্দিন সাজু মাষ্টার, গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া এস, সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি, নজমুল হুদা শাহ এ্যাপোলো।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,ওয়াহিদুল ইসলাম।
এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী,ছাত্র/ ছাত্রী,স্কুল ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং বিদায় শিক্ষার্থীদের হাতে অতিথি বৃন্দ পরীক্ষা সামগ্রী তুলে দেন।