নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সরকারি একটি রাস্তা থেকে বেশকিছু মেহগনি ও ইউক্যালিপটাসের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১১ জুন) বেলা ২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট-টিঁটিহারি গ্রামের রাস্তার, রফিকুলের চায়ের দোকানের সামনে গাছ কাটার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার টিঁটিহারি গ্রামের ছফের উদ্দিনের ছেলে আয়নুল হোসেন শনিবার বেলা ২টার দিকে বাগমারা উপজেলার আফজাল নামের গাছ ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকায় গাছ বিক্রি করেন। এরপর ওই গাছ ব্যবসায়ী তার লোকজন দিয়ে সরকারি রাস্তার মেহগনি ৮টি গাছ কেটে নেন।
অভিযুক্ত আয়নুল হোসেন বলেন, “সরকারি ওই রাস্তায় গাছগুলো আমি নিজেই রোপণ করেছি। ব্যক্তিগত প্রয়োজনে গাছগুলো কেটে নিচ্ছিলাম।”
সরকারি রাস্তার গাছ এভাবে কেটে নিতে পারেন কিনা—জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর বলেন, “ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। সরকারি রাস্তার গাছ এভাবে কেউ কেটে নিতে পারেন না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।