গত ৮ই জুন তারিখে ব্যবসায়ী আমজাদ হোসেনকে ব্যবসায়ে বেশী লাভের লোভ দেখিয়ে একদল অপহরনকারী পূর্ব পরিকল্পনা মাফিক কল করে দ্রুত কুমিল্লায় আসতে বলে পরে আসামীরা কুমিল্লার বিশ্বরোড থেকে আসামীকে সিএনজিতে করে একটি পরিত্যক্ত নির্জন স্থানে নিয়ে যায় সেখানে আমজাদ অচেতন অবস্থায় আরো দুজনকে দেখতে পেয়ে সন্দেহ হলে বের হতে চায় কিন্তু অপহরণকারীরা তাকে লোহার শিকল দিয়ে বেধে ফেলে এবং ধারালো ছুরি তার গলায় ধরে হুমকি দেয়। পরবর্তী আমজাদের কাছে থাকা তার দুটো মোবাইল এবং টাকা ছিনিয়ে নেয়। অপহরণকারীরা আমজাদের মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবী করে।
আমজাদের পরিবার অপহরণের বিষয়টি র ্যার ৭ কে জানালে র ্যাব ৭ একটি আভিযানিক দলের টানা ২৪ ঘন্টার শাসরুদ্ধকর সাড়াশি অভিযানে চক্রের মূলহোতাকে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী থেকে গ্রেফতার করতে সক্ষম হয় অন্যদিকে গ্রেফতারের বিষয়টি অপহরণকারী চক্রের অন্যান্য সদস্যরা জানতে পেরে তারা মুহুর্তেই পালিয়ে যায়।
উক্ত ঘটনার নিমিত্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।