চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের কৃতি সন্তান, “কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা চাঁদপুর”এর অন্যতম সদস্য, ছেংগারচর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মোঃ শরিফুল ইসলাম সফল কৃষক ২০২১ ক্যাটাগরিতে “কৃষি জগৎ সম্মাননা স্মারক ২০২১” অর্জন করেন। বছরজুড়ে কৃষিকাজের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন ও নিজ এলাকার খাদ্য চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকার রপ্তানি, নিজের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত ও সহযোগিতা করা , এলাকার প্রান্তিক কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত শুক্রবার কুমিল্লায় কবি নজরুল ইন্সটিটিউট এ সম্মাননা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এটি মূলত দেশের ২ লক্ষ ১৭ হাজার সদস্যদের অনলাইন প্ল্যাটফর্ম “কৃষকের প্রাণ কৃষি জগৎ” গ্রুপ কর্তৃক আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বছরজুড়ে সারা দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩ জন কৃষি উদ্যোক্তা কে এই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাঃ এ টি এম আহমেদ হোসাইন, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,কুমিল্লা। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ তারিক মাহমুদুল ইসলাম, প্রকল্প পরিচালক,সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রীকরণ প্রকল্প,খামারবাড়ি, ঢাকা। সভাপতি গ্রুপ প্রতিষ্ঠাতা জসিমউদদীন সরকার, উপস্থাপনা করেন নাসের চৌধুরী এছাড়া গ্রুপের সম্মানিত এডমিন প্যানেল এর সদস্য আবদুস সালাম, মোশতাক মৃধা,রোকন উদ্দিন, মোঃ আতাউর রহমান সরকার, কলিমউদ্দিন, আফজাল হোসেন, সালাউদ্দিন সরকার তপন,সাইদুর রহমান,নুসাইবাতাসবীর নুশা,রাশেদ খান,মিনহাজ উদ্দিন, সোহাগ অন্যান্য কৃষি উদ্যোক্তারা সহ কুমিল্লা বাগান পরিবার এর এডমিন মডারেটর ও সেচ্ছাসেবী টিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সর্ব প্রথম কোরআন তেলোয়াত,জাতীয় সঙ্গী পাঠ, আলোচনা সভা, প্রশ্ন উত্তর পর্ব,নামাজ বিরতি, খাওয়া দাওয়া ও পুরস্কার বিতরণী মাধ্যমে বিকাল চারটায় অনুষ্ঠান সম্পন্ন হয়।