মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা’র নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্সে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল,জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯:২৫হইতে ১২:২০ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনাকালে, গজারিয়া থানাধীন দক্ষিন লক্ষীপুর গ্রামস্থ মোঃ রিয়াদ ফরাজী (৩০),পিতাঃ মোঃ আবুল কালাম ফরাজীকে গাঁজাসহ আটক পূর্বক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন এবং আরেক অভিযানে গোপন সংবাদ মোতাবেক সময় ১৩:০৫ ঘটিকা হইতে ১৫:২০ ঘটিকা পযর্ন্ত গজারিয়া থানাধীন বিষধোনা ভাটেরচর গ্রামস্থ অভিযুক্ত আসামী হাছান মিয়া @ পিচ্ছি হাছান(২৯),পিতাঃ মৃত আছলাম সরকারকে ২৫০(দুইশত পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীর বিরুদ্ধে গজারিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷
এ সময় অন্যান্যদের মাঝে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরির্দশক মোঃসাইফুল ইসলাম ভূঁঞা।