চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়নে খাককান্দা গ্রামের কৃষক মোঃ হান্নান মিয়া হাইব্রিড ব্যাবিলিয়ন-২ জাতের ধান চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। কৃষক হান্নান মিয়া দৈনিক বাংলার অধিকার কে বলেন, তিনি এ বছর এক একর জমিতে ধান চাষ করেছেন। তবে এক বিঘা জমিতে হাইব্রিড ব্যাবিলিয়ন -২ জাতের ধান চাষ করেন। তিনি আরো জানান মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় গজরা ইউনিয়নের উপসহকারী শাহানাজ আপা আমাকে বিনামূল্যে দুই কেজি হাইব্রিড ব্যাবিলিয়ন -২ জাতের ধান প্রদান করেন। আমি চারা করে ৩৩ শতক জমিতে রোপণ করি। এখন আমার হাইব্রিড জমির ধান গুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমার নিজের অন্যান্য জমির ধান এর সাথে এ জমির ধানে আকাশ-পাতাল ব্যবধান। এ জাতের ধান চাষ করে আমি অত্যন্ত খুশি। আমি আগামীতে এ জাতের ধান চাষের পরিধি বৃদ্ধি করার চিন্তা করছি।
ওটারচর গ্রামের কৃষক সাহেব আলী, সৈয়দ হোসেন, আনোয়ারা বেগম, জামাত প্রধান জানান- হাইব্রিড ব্যাবলিয়ন-২ জাতের ধান চাষ করে আমরা এবার আশার আলো দেখছি এর ফলন অত্যন্ত চমৎকার। আশারাখি, বিঘা প্রতি ৩০-৩৫ মন ফলন পাবো।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, এ বছর বোরো মোসুমে মতলব উত্তর উপজেলায় হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় অন্যান্য জাতের পাশাপাশি ১৫০ হেক্টর জমিতে ব্যাবলিয়ন-২ জাতের হাইব্রিড ধান চাষ করা হয়েছে। আমরা সরজমিনে পর্যবেক্ষন করে এবং কৃষকদের নিকট হতে ভালো ফলনের সংবাদ পাচ্ছি। আশা রাখি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ এর সম্মুখীন না হলে কৃষকরা হাসিমুখে তাদের ফসল গড়ে তুলতে পারবে।
।