উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার উদ্যোগে ২৭ এপ্রিল বুধবার শহরের একটি হোটেল রেস্তোরাঁয় এ দোয়া-ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এ মাহফিলে সংগঠনের জেলা ও উপজেলার সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে ধামুইরহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ধামুইরহাট বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান,সহ-সভাপতি নূরে-আলম বাবু, ধামুইরহাট পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার শীল,উপসহকারী কৃষি কর্মকর্তা ওমর ফারুক,কৌতুক অভিনেতা তানভীর আহমদ, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মাহাবুব আলম রানা,দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সবুজ হোসেন, মোঃ শামিম হাসান, ধামইরহাট বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বাশার, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কাশ্মীর আহম্মেদ এবং কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নুর সাইদ ইসলাম, মোঃ সামছুল আলম,মোঃ মোস্তাফিজুর রহমান বাবু,মোঃ সোহেল রানা, রকি প্রমুখ।