বই পড়া আন্দোলনকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে- উপ-পরিচালক।
ময়মনসিংহ বিভাগীয় গনগ্রন্থাগার অধিদপ্তরের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেছেন মুজিব বর্ষের অঙ্গীকার পাড়ায় পাড়ায় পাঠাগার এই কর্মসূচির সফল বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কর্মসূচি বাস্তবায়নে জোর দিয়েছেন। উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (২১এপ্রিল) নান্দাইল উপজেলার বিভিন্ন পাঠাগার পরিদর্শনে আসেন।
এসময় তাকে বইপড়া আন্দোলনের পক্ষ থেকে নান্দাইল প্রেসক্লাবে ফুল দিয়ে স্বাগত জানান বই পড়া আন্দোলন নান্দাইল এর সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃএনামুল হক বাবুল,
সাধারণ সম্পাদক মোঃফাইজুল ইসলাম।
এসময় তিনি পরিদর্শনের অংশ হিসাবে আলোর ভুবন পাঠাগার পরিদর্শন করেন।
পাঠাগারের পক্ষ থেকে শিশু-কিশোর সদস্য মোসাঃ নিঝুম আক্তার, মোঃমইনুল ইসলাম নাবিল, মোঃজারিফ খান,মোঃ তুর্য খান,ফুল দিয়ে বরণ করেন।
এসময় উপদেষ্টা পরিষদের সদস্য গণ।
সহ উপস্থিত ছিলেন বিভাগীয় গণ গ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী মোঃ জসিম উদ্দিন,
জনাব মোঃ শাহাবুদ্দিন খান কায়সার,সিংরইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃমোশাররফ হোসেন,মোঃনাজিম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন স্যার, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ কামাল হোসেন,
পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম,সহ সভাপতি ডাঃমোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃসাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃআতিকুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃসোহেল রানা সহ অন্যান্যরা
তিনি ( আলোর ভুবন পাঠাগারের প্রজেক্ট) সেলুন পাঠাগারের কার্যক্ষমের প্রশংসা করেন।