নিজাম হাজারী এমপি’র কাছে ছাগলনাইয়া ছাত্রলীগ নেতা রুবেল’র খোলা চিঠি
ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি বরাবর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল আবেগঘন এক খোলা চিঠি লিখে তাঁর ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছে। বুধবার (২০ এপ্রিল) তাঁর ওয়ালে স্ট্যাটাসটি পোষ্ট করলে মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র এই খোলা চিঠিটি পড়ে হাজার হাজার ছাত্রলীগ কর্মীদের যেন হৃদয়ের কথা বলেছেন। দৈনিক বাংলার অধিকার কর্তৃপক্ষ ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র তাঁর ফেইসবুক আইডির ওয়াল থেকে সংগ্রহ করে হুবহু তুলে ধরা হয়েছে।
বরাবর
নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়
অভিভাবক, ফেনী জেলা ছাত্রলীগ
প্রিয় নেতা
আপনি আমাদের ছাত্রলীগের একমাত্র অভিভাবক। আমরা আপনার গলার মালা হয়ে থাকতে চাই, আমরা কারো পায়ের শিকল হয়ে থাকতে চাই না। ফেনী জেলার প্রতিটি ইউনিটের সাবেক বর্তমান ছাত্রলীগ নেতাদেরকে আপনার কাছ থেকে বিভিন্ন কৌশলে অনেক দূরে রাখা হয়েছে। প্রতিটা মুহূর্তে মূহুর্তে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়ত আপনাকে ভুল তথ্য দিচ্ছে এমনকি ছাত্রলীগ নেতা-কর্মীদের পক্ষে আপনার বাণীগুলো পর্যন্ত আমাদের মাঝে খুব কঠোর এবং হুংকার স্বরুপ ব্যাখা দিয়ে থাকে।
প্রিয় নেতা
আপনি ছাড়া আমাদের ছাত্রলীগের আর কোন আশ্রয় নেই, আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি অন্যায় করে থাকি সেজন্য আপনিই আমাদেরকে সরাসরি শাসন করবেন বকা দিবেন আপনার সকল শাস্তি আমরা মাথা পেতে নিবো কিন্তু আমাদেরকে আপনি তথাকথিত অন্য কোন নেতাদের হাতে ছেড়ে দেবেন না। সেই নেতাদের কলাকৌশলের কারনে আজকে আমরা আপনার কাছে ভিড়তে পারি না। আমাদেরকে আপনার সাথে কেউ খুব ভালভাবে পরিচয় করায় না, আমাদের ভাল কাজগুলো আপনাকে কেউ বলে না, আমাদের কষ্টগুলো আপনাকে কেউ বলে না, আমাদের অভিমানগুলো আপনাকে কেউ বলে না, আমাদের সুস্থতা অসুস্থতাগুলো কেউ আপনার সাথে শেয়ার করে না, আপনার প্রতি আমাদের আবেগ ভালোবাসা গুলো কেউ আপনার কাছে তুলে ধরে না!! শুধু আমাদের ভুল আর অন্যায় গুলো আপনার কাছে অনেক বড় করে তুলে ধরা হয়। আমাদেরকে প্রতিনিয়ত আবিষ্কার বহিষ্কারের ভয় দেখিয়ে প্রকম্পিত করা হয়।
প্রিয়নেতা
আজকে জুয়েল ভাইর মত সাবেক ফেনী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নির্যাতিত নিপীড়িত নেতা বুক ভরা কষ্ট আর ঋণ অভাব অনটনের বোঝা আর মন ভরা রাজনৈতিক অভিমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। উনিতো চলে গেছে কিন্তু বেঁচে থাকা শত শত সাবেক বর্তমান ছাত্রলীগের নেতা-কর্মীরাও একই সমস্যায় ভুগছে। যা আপনাকে বলার মত কেউ নাই।
প্রিয়নেতা
আপনাকে বলার মত আমাদের অনেক চাপা কষ্ট আর অভিযোগ রয়েছে আমাদের শেষ মূহুর্তে হলেও আপনি আমাদের নির্জনে একটু সময় দিন। অন্তত আমাদের মনের চাপাকষ্টগুলো একে একে আপনাকে শেষ মূহুর্তে হলেও বলার সুযোগ করে দিন।
প্রিয়নেতা
আমার বিশ্বাস প্রতিটা ছাত্রলীগের নেতা-কর্মীদের জীবন যাপন ও তাদের বিভিন্ন অবস্থার বর্ণনা শুনে আপনি বিস্মিত হবেন আপনি দুঃখিত হবেন।
প্রিয়নেতা
আপনিই আমাদের ছাত্রলীগের পথচলার একমাত্র ঠিকানা। আমরা আপনার ই বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে থাকতে চাই। আমাদের আর কোন চাওয়া নাই এখন শুধু চাওয়া আপনার সাথে মন খুলে আমাদের দুঃখ-কষ্টগুলো শেয়ার করা। এখন না বলতে পারলে প্রয়াত জুয়েল ভাই এর মত আমাদের কষ্টগুলো আপনার কাছে অজানা-ই থেকে যাবে।
প্রিয়নেতা
আমার এই স্ট্যাটাস আপনি পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানিনা কিন্তু আমাদের বিশ্বাস পৌঁছালে আপনি অবশ্যই আমাদের রেসপন্স করবেন।।
কাউকে উদ্দেশ্য করে বা কষ্ট দেওয়ার জন্য এই স্ট্যাটাস লিখিনি। এটা সম্পূর্ণ একান্তই আমাদের ছাত্রলীগের আবেগ আর আলোচনা থেকে লিখা।।।
আমরা যখন সব ইউনিটের সভাপতি সম্পদকরা একসাথে বসি তখন আমরা একে অপরকে খুব ভালভাবে উপলব্দি করি। নদীর এপার থেকে ওপার খুব সুন্দর দেখায় কিন্তু ওপারে গেলে মনে হয় এপার ই ভাল। আসলে আমরা কেউ ই ভাল নাই।