মঙ্গলবার (১২ এপ্রিল) ইউক্রেনের প্রধান কৌসুলির কার্যালয় এ তথ্য জানিয়েছেন তিনি। শিশুরা সবচেয়ে বেশি হতাহত হয়েছে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে। সেখানে ১১৩ শিশু নিহত হয়েছে। ৯৩৮ শিক্ষা প্রতিষ্ঠান রাশিয়ার গোলবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরমধ্যে ৮৭টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইউক্রেনের মোট শিশুর দুই তৃতীয়াংশ এরই মধ্যে বাস্তচ্যুত হয়েছে। যে সংখ্যা ৪৮ লাখ।
রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনে এ পর্যন্ত ১৮৬ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৩৪৪ শিশু।