শ্রীনগরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মনিটরিং টিম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষের নির্মিত এবং নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মনিটরিং টীম।
(৯ এপ্রিল)শনিবার সকাল ১০টার সময় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া ও রাড়িখাল ইউনিয়ন এর বালাসুর এলাকায় ৩য় পর্যায়ের নির্মাণাধীন ০৭ টি ঘরের কাজ পরিদর্শন এবং রাড়িখাল ইউনিয়নে ১ম পর্যায়ে নির্মিত ১৫ টি ঘরে বসবাসরত উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর কার্যালয় এর মনিটরিং টিমের সদস্য জনাব মহঃ মনিরুজ্জামান, উপ-পরিচালক (জরিপ) এবং জনাব আবি আব্দুল্লাহ উপ-পরিচালক (অর্থ ও বাজেট) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মুন্সীগঞ্জ,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মসিউর রহমান মামুন,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রাজিউল্লাহ; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান,রাড়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবারেক খান, সহ সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ।
পরিদর্শন শেষ এ পরিদর্শন টিম নির্মাণ কাজের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন এবং কাজের অগ্রগতি ও গুনগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।