রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা পরিষদের সাথে ইউনিয়ন পরিষদের এমএসপি’র নিয়ে ( Malti stakeholder platform) সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার উন্নয়ন সহযোগী সংস্থা জুম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সহযোগিতায় লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন ( লীন) প্রকল্পের আওতায় এ কর্মশালা বিলাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ডাঃ রশ্মি চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন ।
কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে পুষ্টিহীনতার প্রধান প্রধান কারণগুলো চিহ্নিত করা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সঙ্গে ইউনিয়ন পরিষদ কমিটির সমন্বয় রেখে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে গ্রামাঞ্চলে খাদ্য ও পুষ্টির মান ধরে রাখার জন্য বিশদভাবে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
কর্মশালাতে উপজেলার পুষ্টি সমন্বয় কমিটি( UNCC) সকল সদস্য ও জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সুভ্রপ্রদীপ খীসাসহ সহযোগী সংস্থার অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
রিজিওনাল রিপোর্টার (CHT)
চট্টগ্রাম পার্বত্য জেলা
দৈনিক বাংলার অধিকার