বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
ইউক্রেনে রাশিয়ার সাম’রিক আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযু’ক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি।
ইউক্রেনে রাশিয়ার সাম’রিক অ’ভিযানের এক মাস পূর্তি উপলক্ষে ঢাকার রুশ দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকায় নিযু’ক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি ও দূতাবাসের কাউন্সিলর অ্যান্টন চেরনোভ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার মান্টিটাস্কি বলেন, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তাতে রাশিয়া সন্তোষ প্রকাশ করেছে। বহিরাগত চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ভোটাভুটিতে যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, এতে বাংলাদেশের প্রতি আম’রা কৃতজ্ঞ।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আম’রা যু’দ্ধ চাই না, শান্তি চাই। এজন্যই আম’রা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি।
প্রসঙ্গত, ২ মা’র্চ ইউক্রেনে রুশ সে’নাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে অংশ নেয় ১৯৩টি দেশ। এর মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বাংলাদেশ ভা’রত, চীন, পা’কিস্তান, কিউবা, নিকারাগুয়াসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ পাঁচটি দেশ।