সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে জাল টাকা, জাল টাকা তৈরীর প্রিন্টার মেশিন ও সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ টাকার নোটের ১ লাখ ২০ হাজারের বেশি জাল টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় একটি ল্যাপটপ, টাকা তৈরীর কাগজ, রঙ, কাটার মেশিন ও কেচিসহ নানা সরঞ্জামাদিও জব্দ করা হয়। বুধবার দিনগত গভীর রাতে ডেমরার সারুলিয়া বাহির টেংরাস্থ ১২৯/৪ জনৈক দেলোয়ারের বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃতরা থানা পুলিশের হেফাজতে রয়েছে ও এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতরা হলেন- রাজধানীর বিভিন্ন এলাকায় বসবারত বরগুনার বাদুরগাঁছা গ্রামের শালু হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন (২১), বগুড়ার আমুইল গ্রামের জমসের আলীর ছেলে মিলন হোসেন (২৬), বরিশালের মুদাকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস মিয়া (৩৪), রাজশাহীর তাঁতিপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে সবুজ আহম্মেদ (২৮), কিশোরগঞ্জের চরজাকালিয়া গ্রামের সামসুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৮) ও নারায়ণগঞ্জের লক্ষিবড়দি এলাকার আলমাসের ছেলে আলিফ (২৩)।
গ্রেফতারকৃতরা জানায়,বর্তমানে কোন কাজ না থাকায় দীর্ঘ দিন ধরে দুর্বিষহ বেকার জীবনযাপন করছিলেন তারা। আর বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে অভাব অনটনে পড়েই স্থানীয় মনির নামে একজনের অধীনে তারা এ কাজ শুরু করেন।
এ বিষয়ে ডেমরা রথানার ওসি খন্দকার নাসির উদ্দিনর বলেন, বুধবার বিকাল থেকে ওই দিনগত গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ চক্রকে গ্রেফতার করা সম্ভব হলেও মূলহোতা মনির পলাতক রয়েছে। দ্রুত তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আর এ বিষয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।