চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ উদ্বোধন” করা হয়েছে
মঙ্গলবার জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক আয়োজিত চাঁদপুর স্টেডিয়াম (প্যাভিলিয়ন ভবনে) মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ ২০২১ এর শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে চাঁদপুর জেলার সুযোগ্য নৌ-পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, চাঁদপুর অঞ্চল উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন-
খেলাধুলার মাধ্যমে আমরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকি। দাবা খেলা আমাদের মানসিক ভারসাম্য শক্তিকে বৃদ্ধি করে। করোনার এই মহামারী সময়ে ইনডোর গেমইস হিসেবে দাবা খেলা খুবই জনপ্রিয়। আমাদের সকলকে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলার প্রতি আগ্রহী হিসেবে গড়ে তুলি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।
আগত দাবাড়ুদের জার্সি ও উপহার সামগ্রী প্রদান করেন মাননীয় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর, জনাব আবুল কাশেম আখন্দ, যগ্ম-সম্পাদক চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, তমাল কুমার ঘোষ, সদস্য, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আমন্ত্রিত অতিথিবৃন্দ’সহ জেলা পুলিশের সদস্যগণ ও দাবাড়ুরা উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ এর সার্বিক সহযোগীতায় রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।