গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পৌরশহরের সদর রোডে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , তাদের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পার্শবর্তী পিরোজপুর, ভান্ডারিয়া ও বামনার ফায়ার সার্ভিসের তিন ইউনিটও তাদের সাথে একত্রে কাজ করেছে।
প্রাথমিক ভাবে বলা হচ্ছে, আগুনে পুড়ে অন্তত এক কোটি তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- বাংলাদেশ ফল ভান্ডার, মদিনা সুইটস, বাবুল লাইব্রেরি, লক্ষী নারায়ন জুয়েলার্স, অশোক স্টুডিও, মুক্তা জুয়েলার্স ও অনুরাধা বিউটি পার্লার।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।