লৌহজংয়ে ন্যাশনাল প্রেস সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস)মুন্সীগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে লৌহজং উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারী সোমবার বেলা ১২টার সময় এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) এর চেয়ারম্যান মাহবুবুল ইসলাম , ভারপ্রাপ্ত মহাসচিব এম এস এ রেজা, কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম ইমরান, শ্রীনগর উপজেলা সদস্য সাংবাদিক ফরহাদ হোসেন জনি, শ্রীনগর উপজেলা সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম, লৌহজং সদস্য তৌফিক বুলেট, লৌহজং সদস্য কামরুজ্জামান লেলিন,শ্যামল মোড়ল,শ্রীনগর সদস্য মোঃসোহেল আহমেদ,শ্রীনগর সদস্য সিফাত,লৌহজং সদস্য সেন্টু মোল্লা, লৌহজং সদস্য মেহেদী হাসান,লৌহজং সদস্য লোছন সহ সংস্থাটির সদস্য বৃন্দ প্রমুখ।
ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা একই রকম টি-শার্ট পরিধান করে র্যালী বের করে।
টি-শার্ট গুলো উপহার দেয় লৌহজং উপজেলার 92 ব্যাচ পয়সা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাজুল ইসলাম ও কামাল সারেং।
শ্রদ্ধাঞ্জলি শেষে সংস্থাটির চেয়ারম্যান মাহবুবুল ইসলাম,ও ভারপ্রাপ্ত মহাসচিব এম এস এ রেজা পৃথক পৃথক বক্তব্যে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা হোক সারা বিশ্বে,
মানবাধিকার প্রতিষ্ঠায় সুনামের সহিত সারাদেশ ব্যাপি কাজ করছে আমাদের ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) সারাদেশের মতো মুন্সীগঞ্জ জেলা শাখা ও সততার সহিত পুরো জেলায় কাজ করবে বলে আমরা আশাবাদী