একজন স্বপ্নবাজ চাঁন মিয়া। যিনি জীবিকার জন্য আত্মনির্ভরশীল হওয়ার পথ খুজতেছিলেন দীর্ঘ দিন যাবত। ষাটোর্ধ্ব ব্যক্তিটি টানা তিন মাস শীত-গ্রীষ্ম ভুলে নিয়ম করে চলে আসতেন জেলা প্রশাসকের কার্যালয়ের আঙ্গিনায়। জেলা প্রশাসক মহোদয় তার চলাচলের জন্য আর্থিক সাহায্য দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। তিনি ভাবতেন সহযোহিতা সীমিত সময়ের জন্য তাই স্থায়ী সাবলম্ভী হওয়ার সপ্নে ছিলেন। তার দাবী একটাই, দাবি ছিল তাকে দোকান করে দিতে হবে। তার এই নাছোড়বান্দা অবস্থার কাছে হার মেনে একদিন চাঁন মিয়ার পুরো গল্পটা শোনেন জেলা প্রশাসক মহোদয়।বয়সের ভারে ও দূর্ঘটনায় অসুস্থ চাঁন মিয়ার একজন প্রতিবন্ধী মেয়ে আছে। প্রতিবন্ধী মেয়ের মুখে অন্ন তুলে দিতে পারছেন না শুনে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দেন চাঁন মিয়াকে একটা চায়ের দোকান গড়ে দেবার। আজ ছিলো সেই স্বপ্ন পূরণের দিন। আজ ২০ ফেব্রুয়ারি ২০২২ সকাল ৯ঃ০০ ঘটিকায় জেলা প্রশাসক শুভ উদ্বোধন করেন চাঁন মিয়ার চায়ের দোকানের। শুধু উদ্বোধনই নয়, নিজ অফিসের সব কর্মকর্তাদের নিয়ে পান করেছেন চাঁন মিয়ার বানানো চা। চাঁন মিয়ার চোখের জলের গল্পের ইতি টেনেছেন জেলা প্রশাসক। এভাবেই জনসেবায় প্রশাসনের জনগনের পাশে আছে সর্বক্ষণ জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়।