নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার হাসিমপুর ব্লকে টমেটো ফসলের উন্নত উৎপাদন কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, ফারুকুল ইসলাম প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, আগাম টমেটো এবং গ্রীষ্মকালীন টমেটো দুটোই উচ্চমূল্যের সবজি হিসেবে বাণিজ্যিকভাবে লাভজনক। এসময় মাঠ দিবসে ৫০ জন স্থানীয় কৃষাণ কৃষাণী অংশগ্রহণ করেন।
কচুয়া: কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন।