বিরামপুরে শীত উপেক্ষা করে বোরো আবাদে ঝুঁকে পড়েছেন কৃষকরা
তীব্রশীত উপেক্ষা করে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষকরা বোরো ধানের চারা রোপন শুরু করেছে ৷ উপজেলার প্রায় প্রতিটি কৃষি জমিতে বছরের প্রধান আগাম জাতের ধান রোপণ করা শুরু হয়েছে ৷
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সরোজমিনে দেখা যায় পৌর শহরে দোশরা পলাশবাড়ি ও মানুষমুড়া মাঠে কৃষকেরা তার জমিতে বোরো ধানের চারা রোপণ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জেলাগুলি আর হাড় কাঁপানো শীতে উপকূলের জীবকুলের জুবুথুবু অবস্থা তাপমাত্রা কমছে তবুও থেমে নেই বোরো আবাদের মধ্য মাঘের শীত ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই শীতকে উপেক্ষা করে করেই বোরো আবাদে ঝুঁকে পড়েছে কৃষকেরা৷ বিরামপুর উপজেলার বোরো রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা ৷ উপজেলার বেশিরভাগ জমি প্রস্তুতির কাজ চললেও চারা রোপণের কাজ চলতি মৌসুমে অনুকূল থাকায় বীজতলা ক্ষতিগ্রস্ত না হওয়ায় আশানুরূপ চারা পাওয়ায় সময়মতোই চারা রোপনেকোমর বেঁধে মাঠে নেমেছে ৷
উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১০০হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে ৪ হাজার ৬১০জনকে হাইব্রিড জাতের বীজ এবং ১ হাজার ৭৭০জনকে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রস্তুতকৃত জাতের চারার মধ্যে রয়েছে ব্রি-২৮,২৯,৭৪,৮১,৮৯,৯২, বিনা-১৮, জিরাশাইল ও বিভিন্ন রকমের হাইব্রেড ধান।