মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানবতার ক্লাব এর আত্মপ্রকাশ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানবতার ক্লাব এর আত্মপ্রকাশ হয়েছে।
“মানব সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ” এই স্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানবতার ক্লাব নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
গত শুক্রবার ২১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন ( কম্বল)ও দোয়া মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে এই ক্লাব টি।
কোলা ইউপির চেয়ারম্যান মীর লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
হামিদুল ইসলাম মন্টু ও তাপস দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পাপ্পু চোকদার, মোতালেব শেখ, রমজান আলী, মো.শরিফুল ইসলাম, কোলা ইউপি সদস্য মোঃসুজন, মিরাজ মেম্বার, আবুল কালাম মেম্বার, সুমন মিয়া, আলহাস শেখ, মীর আলাউদ্দিন, ইলিয়াস কাঞ্চন, মীর কাউসার, পিয়াস, ফাহিম, সাইফুল, হুমায়ূন, আসিক, আব্দুল রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। মানবতার ক্লাবের সাথে থাকতে পেরে আমি গর্বিত। আমি সব সময় এই সংগঠনের সাথে থাকব। মানবতার ক্লাবের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে এই ক্লাবের মাধ্যমে চক্ষু শিবির করার ঘোষণা দেন তিনি।
মানবতার ক্লাবের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মো.শরিফুল ইসলাম (পিএ টু অতিরিক্ত মহাপরিচালক, রেব ফোর্স) বলেন, মানব সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ এই স্লোগানকে ধারণ করে আমরা কোলা ইউনিয়ন ও আশপাশের ইউনিয়নের কিছু যুবক মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। করোনা কালীন সময় থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তার ই ধারাবাহিকতায় আমরা এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটি শুরু করলাম। আমাদের উদ্দেশ্য দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো।