শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ফার্মেসীর কথিত ডাক্তার! হাতের হাঁড় ভাঙ্গার চিকিৎসা করতে গিয়ে ধুঁকছে শিশু আরাফাত-দৈনিক বাংলার অধিকার

আল আমিন, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৫৪৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ

খেলতে গিয়ে ডান হাতের কনুইর নিচের অংশের হাঁড় ভেঙ্গে যায় প্রতিবন্ধি শিশু আরাফাতের (১৩)। সেই হাঁড় ভাঙ্গার চিকিৎসা করতে গিয়ে দেড় মাস ধরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে আরাফাতকে। ইতোমধ্যে ডান হাতের দুইটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে তার। এখন চিকিৎসকেরা শিশুর পুরো ডান হাত নিয়ে শংকা প্রকাশ করছেন। হাঁড়ভাঙ্গার পর এমন পরিণতির কারণ ভুল চিকিৎসা। সেই ভুল চিকিৎসা দেয় হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডের জান্নাত ফার্মেসীতে বসে চিকিৎসা দেয়া কথিত ডাক্তার আলাউদ্দিন।

কথিত ডাক্তারের প্রেসক্রিপসন ও ভিজিটং কার্ডের তথ্যমতে বি.এম.ডি.সি রেজি: নং-ডি-২০৭৩৯। ডিএমএফ, ফার্মাসিষ্ট ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার মত তার কোনও সরকারি সনদ নেই।

গত ৩ জানুয়ারী দুষ্টামি করতে গিয়ে ডান হাতের কনুই নিচের অংশের হাঁড় ভেঙ্গে যায় আরাফাতের। সে ফরিদগঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের মানুরী নোয়া বাড়ির হাছানের ছেলে। শিশু আরাফাত স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।

শিশুর বাবা হাছান দৈনিক বাংলার অধিকার কে জানান, ৩ জানুয়ারী স্থানীয় কম্পিউটার ব্যবসায়ী জামালের প্ররোচনায় চিকিৎসা করাতে কথিত চিকিৎসক আলাউদ্দিনের কাছে যায়। তারপর থেকে এমন করুণ পরিণতি শিকার তার ছোট ছেলের। হাত প্লাস্টারের তিন দিন পর ব্যাথ্যার যন্ত্রনা সহজ্য করতে না পারার কারণে সেই জামাল ও আলাউদ্দিনের সহযোগিতা প্লাস্টার কেটে ফেলা হয়। এতে হাতের মধ্যে হালকা ফোসকা উঠে। ওইদিন রাতে পুরো হাত ফুলে যায় এবং বড় বড় ফোসকা উঠে। পরদিন আলাউদ্দিনের কাছে গেলে তিনি ব্যবস্থাপত্রে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার বিষয়টি একই প্রেসক্রিপশনে লিখে দেয়।

শিশুর বাবা হাছান ইটের ভাটার একজন শ্রমিক । চার ছেলের মধ্যে আরাফাত সবার ছোট। সে বাক-প্রতিবন্ধি। তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয়ে উঠছে না। সম্প্রতি তিনি ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার শোয়েব আহম্মেদ চিশতী বলেন, শিশুর বাবা লিখিত একটি অভিযোগ দিয়েছি। বিষয়টি সিভিল সার্জনের সাথে পরামর্শ নিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে চাঁদপুর সদর হাসপাতালের অর্থপেডিকেস চিকিৎসক আওলাদুজ্জামান সৌরভ বলেন, শিশুর চিকিৎসার সকল কাগজপত্র হাতের অবস্থা পর্যালোচনা করে দেখা গেল হাতটি প্লাষ্টার করা সঠিক নিয়মে হয়নি। ওইসময় অতিরিক্ত মেডিসিন ব্যবহার করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!