মো: মাসুদ রানা,কচুয়া:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলা বাড়ি গ্রামে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা তথ্যসেবা সহকারী কর্মকর্তা নাদিয়া সুলতানার পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় তথ্য সেবার মাধ্যমে মহিলাদের কৃষি,শিক্ষা,স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন সেবা পেতে পরামর্শ দেন কর্মকর্তারা।
বক্তব্য রাখেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু,মো. মাসুদ রানাসহ আরো অনেকে। এসময় উঠান বৈঠকে এলাকার বিভিন্ন পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন।