গত ৯ জানুয়ারি বরিশালের দৈনিক আজকাল, মতবাদ, বরিশালের কথাসহ বিভিন্ন পত্রিকার শিরোনামে উজিরপুরে বড়াকোঠা ও কানসি মৌজায় ৪৩ একর জমিতে মাছের ঘের করায় ইরি চাষে ব্যাহত ও আমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্নীতি ও নারী কেলেঙ্কারি ঘটনার অভিযোগ তুলে আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি মন্নান মল্লিক ও আমার ভাই নুরু মল্লিক কোন দূর্নীতি অনিয়ম, প্রতারনা বা কেলেঙ্কারির সাথে জড়িত নই। আমরা ভূমি মালিকদের কাছ লীজ নিয়ে শান্তিপূর্ণ ভাবে মাছের ঘের করে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কোন নারীর সাথে আমার অবৈধ সম্পর্ক নেই। মুলত ধামুরা বন্দর ব্যবসায়ী শিরাজুল ইসলাম মাছের ঘেরে শেয়ার থাকার জন্য সংবাদকর্মীদের কাছে আমাদের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রেরন করিয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
মোঃ মন্নান মল্লিক
ধামুরা,উজিরপুর।