ধামরাই থানা ৩নং বালিয়া ইউনিয়ন উত্তর বাস্তা সরকারি আদর্শ গ্রামের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী মোসাঃ সুমাইয়া আক্তারকে অবরুদ্ধ।
সমাজ বিভাজনের কারনে সরকারী আদর্শ গ্রামের রাস্তা আঠক করে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী মোসাঃ সুমাইয়া আক্তার (৯) কে হুমকি দিয়েছেন প্রতিবাসি আজিজুর রহমান(৩০) ভুক্তভোগী সুমাইয়ার বাবা মোঃ সোহরাব হোসেন (৩২) এবং তার মা মোসাঃ শান্তি বেগম (৩০) দৈনিক বাংলার অধিকার কে জানান যে- আমার মেয়েকে ঘরে বাহিরে যেতে বাধা প্রধান করেন এই এলাকার প্রভাবশালী আজিজুর রহমান সহ আরো অনেকে জড়িত আছে।
ঐ ছাত্রীর বাবা সোহরাব হোসেন বলেন আমরা এখানে সরকারিভাবে যায়গা পেয়েছি এবং তারাও সরকারীভাবে যায়গা পেয়েছি কিন্তু আমরা এখানে আসার পড় থেকে তারা মানুষের সাতে তাদের ঝগড়া বিবাদ লেগে থাকে সব সময়।
আমি কখনো তাদের সাতে একজোট হইনা বলে তারা আমার সাতে দীর্ঘদিন ধরে উৎপাদ করে আসছে।
আমি একজন ওমান প্রবাসী আমি কস্ট করে চলি, আমি কি কারানে তাদের পক্ষ নিয়ে মানুষের সাথে ঝামেলা করব। এবং আমি বিষয়টি আজিজুর রহমানের মাকে জানিয়েছি তার কোন প্রতিবাদ না করে মা ও ছেলে মিলে আমার পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে এবং আমার মেয়ে সুমাইয়া আক্তার কে তারা মানসিক ভাবে টর্চার করছে।
এমতাবস্থায় আমি ৩নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমের কাছে অভিযোগ জানাই কিন্তু সে বিষয়টি কোন ভাবে গুরুত্ব সহকারে সংশোধন করেনি।
আমার মেয়ে মোসাঃ সুমাইয়া ঘর বন্দি হয়ে আছে বিদ্যালয়ে যেতে পারছেনা আমি পুলিশ
প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সু দৃষ্টি কামনা করছি।
সঠিক বিচার পাওয়ার জন্য ভুক্তভোগী পরিবার দাবী জানান।