শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

শিক্ষার আলো ছড়াচ্ছে বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়-দৈনিক বাংলার অধিকার

হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৯৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ৮:০২ পূর্বাহ্ণ

ভুরুঙ্গামারী বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যায়ের। প্রধান শিক্ষক ও সকল শিক্ষকরা সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করতে বাড়ী বাড়ী ঘুরে তাদের পড়াশুনার জন্য সর্বদা নিয়োজিত ফলে মাধ্যমিকের ফলাফল সন্তোষজনক।

বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে দৃষ্টি নন্দন কাড়তে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে
ও ঠিকাদার ফারুক হোসেন
মাধ্যমে নির্মিত হচ্ছে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন। শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকরা নিরলসভাবে কাজ চালিয়ে । মনোরম পরিবেশে লেখাপড়ার সুযোগ পেয়ে উপকৃত শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষার মান উন্নত হচ্ছে।

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ১৯৯৩ সালে ভুরুঙ্গামারী জামতলা মোড় থেকে পশ্চিমে বাগভান্ডার সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্টিত হয়। প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন সহ সহকারী শিক্ষক ও কর্মচারী ১৭জন এবং শিক্ষার্থী ৪শত ৮৭জন। দরিদ্র শিক্ষার্থীদের করাচ্ছে বিনা বেতনে পাঠদান। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাপ্রাঙ্গণ। অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া শেষে বিভিন্ন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করাসহ অনেকে ভালো প্রতিষ্ঠানে চাকরী করে জীবন অতিবাহিত করছেন।
বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভালো ফলাফল ও একাডেমিক ভবন না থাকায় শিক্ষা অধিদপ্তরের আওতায় কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও ঠিকাদার ফারুক হোসেন মাধ্যমে ২০২১সালের মার্চ মাসে বিধি মোতাবেক নির্মাণ শুরু হয় চারতলা বিশিষ্ট ১৬কক্ষের একাডেমিক ভবন। ভবন নির্মাণের কাজ সঠিকভাবে বাস্তবায়ন শেষ পর্যায়ে।

বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসেছি। শিক্ষকরা আমাদের সুন্দরভাবে লেখাপড়া করাচ্ছেন। নতুন ভবনটিতে পাঠদান শুরু হলে আমাদের কষ্ট লাঘব হবে।

বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহম্মেদ, রেজাউল আলম, শাহনাজ পারভীন জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রধান শিক্ষকের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছি। বিদ্যালয়টি উপজেলায় ফলাফলে সন্তোষজনক।

বাগভান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন জানান, ম্যানেজিং কমিটি, এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। শিক্ষক-কর্মচারী সকলের সমন্বয়ে সঠিকভাবে পাঠদান করে আসছি। করোনায় ক্ষতিগ্রস্থ ও ঝরেপড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কাউকে যেন আর্থিক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়াতে না হয় সেদিকে নজর রাখছি। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা করতে পারে সে বিষয়ে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সকলের সহযোগিতা কামনা করছি


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!