সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ট্র্যাব সম্মাননা পেলেন অপর্ণা রানী রাজবংশী ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক সিরাজদিখানে বিক্রমপুর নামকরণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ । ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

কালিপুর-ভবেরচর সেতু বাস্তবায়নে মানববন্ধনের ডাক- দৈনিক বাংলার অধিকার

আতাউর রহমান রহমান সরকার , মতলব, প্রতিনিধি / ৩১৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ৮:২৭ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে কালিপুর -ভবেরচর সেতু নির্মাণে মানববন্ধনের ডাক দিয়েছে সাদাকালো স্বেচ্ছাসেবী সংগঠন। আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় কালিপুর বাজারে এ মানববন্ধনের ডাক দেয় সংগঠনটির সভাপতি সোহেল সরকার এবং সাধারণ সম্পাদক সুমন সরদার। এ মানব বন্ধনে অংশ নিচ্ছে মতলবের সকল সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ।

এ দাবি শুধু মতলবের জনগণের নয় চাঁদপুর-শরীয়তপুর-লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে কালিপুর-ভবেরচর তথা মতলব-গজারিয়া সেতু দ্রুত বাস্তবায়ন। দীর্ঘদিন যাবৎ এ সেতুটি বাস্তবায়নের দাবি উঠে আসলে ও এখনো বাস্তবায়ন হচ্ছে না এ সেতু। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সভাসমাবেশে দাবি করে আসছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার ভবেরচর সংযোগ মহাসড়কে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের।

প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য ১.৫০ কি:মি: এবং প্রস্থ সাত দশমিক ৩২ মিটার।

মন্ত্রী এমপি নেতাকর্মীদের মুখে জনগণ মতলব-গজারিয়া সেতুর কাজ শুরু হবে জানার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু কাজের স্থবিরতা দেখে আবার ও ম্লান হয়ে যান।

এলাকাবাসী জানান, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানী ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন। ২০১৮ সালে তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বারবারই এ সেতুটি নির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। জনগণকে আশারবাণী শোনান। শেষ পর্যন্ত তিনি বাস্তবায়ন করার সুযোগ পাননি। গত জুন ২০২০ ইং মাটি পরীক্ষার কাজ করা হয়। বর্তমান মাননীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল জনগণের নিকট বিভিন্নভাবে আশ্বস্ত করে আসছিলেন যে সেতুটি নির্মাণের কাজ অচিরেই শুরু হবে কিন্তু জনগণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।

তার পরপরই মতলব তথা চাঁদপুরবাসীর নতুন সপ্ন উদিত হয়। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় মতলবের কৃতি সন্তান ২১ শে পদকপ্রাপ্ত একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পরিকল্পনাবিদ ড.শামসুল আলম মহোদয় কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।আবারো আশার আলো গুনতে থাকেন এলাকাবাসী। মাননীয় সাংসদ ও তার ঐকান্তিক প্রচেষ্টায় গত ৭ই আগস্ট ২০২১ শনিবার সকাল ১১ ঘটিকায় সেতু মন্ত্রণালয়ের একটি পরামর্শক দল সেতুটি বাস্তবায়নের জন্য পরিদর্শনে আসেন। তারপর জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৬ আগস্ট প্রতিমন্ত্রী মহোদয় বলেন, চাঁদপুর যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করার জন্যই মতলব গজারিয়া সেতু নির্মাণ হচ্ছে। অচিরেই এর অনুমোদন হবে। বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে।

কিন্তু জনগণ আর অপেক্ষা করতে পারছে না এ প্রহর। তারা শীঘ্রই বাস্তবায়ন চাচ্ছে এ সেতু। তাই আগামীকাল ৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় সাদাকালো স্বেচ্ছাসেবী সংগঠনের আহবানে আবারও মানববন্ধন করতে যাচ্ছে মতলবের জনগণ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!