লাখাইয়ে ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিতে রফিকুল ইসলাম নামে একজন অসুস্থ হয়ে মারা গেছেন। এরই প্রতিবাদে গ্রামবাসী দোষীদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন করে ।
শনিবার ( ১১ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ফুলবাড়িয়া নামক স্থানের লাখাই-সরাইল- নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে উত্তেজিত হাজারো জনতা।
প্রায় ৩ ঘন্টা চলা এ অবরোধে উত্তেজিত জনতার রোষে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে । যান চলাচল অচল হয়ে ভোগান্তি ।
পরে লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ও উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়।
এসময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম পুলিশ প্রশাসনকে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি মৃতের পরিবারকে সমবেদনা জানান।
কারো হুমকিতে ভয় না পেয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বলেন তিনি । সঠিক বিচার পাওয়ার আশ্বাস দেন তিনি এমনকি একজন আইনজীবী হিসেবে ন্যায্য বিচার পাওয়ার জন্য আইনি লড়াই করার ও আশ্বাস দেন রফিকুল ইসলামের পরিবারকে।
মৃতের ছোট ভাই আব্বাস তালুকদার জানান, গত( ৯ ডিসেম্বর) রাতে মোড়াকরি ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মোল্লা ফয়সলকে সমর্থন না দেওয়ায় অস্ত্র ঠেকিয়ে দলবল নিয়ে আমার ভাইকে হুমকি দেওয়া হয়। পরে তিনি অসুস্থ হয়ে মারা যান। এর জন্য আবুল কাসেম মোল্লা ফয়সল ও আবুল হাশেম মোল্লা মাসুমের শাস্তি দাবি করেন তিনি।