পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৭২ রান তুলেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে আরও ১৪১ রান করতে হবে বাংলাদেশকে।
ফলোঅনে পড়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
দুই ওপেনার সাদমান ইসলাম ২ ও অভিষেক টেস্ট খেলতে নামা মাহমুদুল হাসান জয় ৬ রান করে ফিরেন। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৬ ও অধিনায়ক মোমিনুল হক ৭ রান করে ফিরেন।
এরপর পঞ্চম উইকেটে হাল ধরে প্রতিরোধ গড়ে মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত আর উইকেট পড়তে দেননি মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে ৮৯ বলে অবিচ্ছিন্ন ৪৭ রান করেন তারা। মুশফিক ১৬ ও লিটন ২৭ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পতন হওয়া এই চারটি উইকেট ভাগাভাগি করে নেন পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।