বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে
সোমবার (৬ ডিসে:) বিরামপুর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো
ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে সুবিধাভুগী কৃষকদের সমাবেশে
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃ
ষিবিদ নিকছন চন্দ্র পাল, কৃসি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম
ইলিয়াস ও দীনেশ কুমার রায় প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, উপজেলার
পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের হাইব্রিড বোরো চাষী ৪ হাজার ৬১০ জন কৃ
ষকের মাঝে ২ কেজি হারে হাইব্রিড ধান বীজ, ১ হাজার ৭৭০ জন উচ্চ ফলনশীল
বোরো চাষীর মাঝে ৫ কেজি হারে ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি
হারে ডিএপি সার বিতরণ করা হচ্ছে।