ভারত থেকে এলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রস্তুতকৃত ৪৫ লাখ ডোজ কোভিশিল্ড টিকা।
বুধবার (১ ডিসেম্বর) রাত আটটা ১০ মিনিটে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।