মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা আজ সোমবার থেকে শুরু হয়।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।
এবার সারাদেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দেশের সকল জেলায় মোটামুটি আনন্দময় ভাবে পুজো হচ্ছে। এবছর চাঁদপুর জেলায় ২১০ পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা মহানগরে পূজা হবে ২৩৮টি। গতবারের চেয়ে চারটি বেশি। আগামী ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী এবং ১৫ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের।
বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে।
এবছর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বাড়ীয়ে দেয়া হয়েছে।