এলডিসি পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সাথে মুক্তবাণিজ্য চুক্তি চান দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চায়না-বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন ফোরাম-২০২১ এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সপ্তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বৃহত্তম অংশীদার চীনের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি হলে দেশটির সঙ্গে যে বিপুল বাণিজ্য ঘাটতি আছে, তা কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন।
ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন বলেন, ২০১৯-২০ অর্থবছরে চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ১১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার, বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য। এই বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে ঢাকা-বেইজিং মুক্তবাণিজ্য চুক্তি প্রয়োজন।