চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দরিয়া হায়াতপুর গ্রামের কৃতি সন্তান মোঃ মাহমুদুর রহমান (লিটন) বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিল এডভোকেটশীপ পরীক্ষায় প্রিলি + রিটেন- ২০২০ ভাইবা ২০২১ সালের ৪ সেপ্টেম্বর অংশ গ্রহন করেন। গত ২৫ সেপ্টেম্বর শনিবার ওই পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ৫ হাজার ৯শ ৭২ জন উত্তীর্ণ হন। তন্মধ্যে, মাহমুদুর রহমান ও উত্তীর্ণ হন।
এক প্রতিক্রিয়ায়, তিনি চাঁদপুর জেলা ও কচুয়াবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেন গরীব অসহায় মানুষকে আইনি সেবা দিতে পারি সে জন্য সবার সহযোগীতা কামনা করছি। আমার বাবা মায়ের দোয়ায় এ মহান সফলতায় আমি আল্লাহপাক রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞাতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, তিনি ২০১১ সালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে থেকে এস.এস.সি ও ২০১৩ সালে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি। ২০১৭ সালে নর্দান বিশ^বিদ্যালয় থেকে অনার্স এবং ২০১৮ সালে একই বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন।
ছবি: মাহমুদুর রহমানের ফাইল ফটো।