ফেনী সমিতির ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় পল্টনে ফারস্ হোটেল এন্ড রিসোর্ট এর রিক্রিয়েশন লাউঞ্জ হল রুমে ঢাকায় বসবাসরত ফেনী বাসীদের সরব উপস্থিতিতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেনী সমিতি ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব গনি আহমদকে সভাপতি এবং অধ্যক্ষ হুমায়ুন কবির বুলবুলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
ফেনী সমিতির ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচনী মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন হুমায়ুন’র সভাপতিত্বে এবং বিশিষ্ট বীমা কর্মকর্তা নাসির উদ্দিন মাশুকের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কর কমিশনার মোঃ জিয়াউল হক সেলিম, হারুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক, ইস্টার্ন ইন্সুরেন্স, ফেনী সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোস্তফা চৌধুরী।
ত্রি-বার্ষিক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন স্বপ্নীল এর চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু, ঢাকা মহানগর তাঁতি লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেল ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদুন্নবি ভূঁইয়া সহ আনোয়ার হোসেন, আব্দুল হালিম, হারুনুর রশিদ, কাজী ফারুক, আলমগীর, মোহাম্মদ হাশেম, ইসমাইল নাসিরসহ ফেনীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়নের কৃতি সন্তান সভাপতি প্রার্থী ও দ্বীন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর সমাজসেবক আলহাজ্ব গনি আহমেদ তার বক্তব্যে বলেন, আমি ফেনী সমিতিতে ১৮ বছর ছিলাম, এরমধ্যে আমি সিনিয়র সহ-সভাপতি ছিলাম, তিনবার সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলাম। এই দায়িত্ব পালনকালীন সময় কেউ বলতে পারবে না, আমি কারো মনে বিন্দুমাত্র কষ্ট দিয়েছি। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি ফেনী সমিতিতে যত দিন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম, ততোদিন নিজের সর্বোচ্চ দিয়ে ফেনীবাসীকে সেবা দেয়ার চেষ্টা করেছি। ফেনীবাসীর বিপদে-আপদে সকলের পাশে থেকেছি। ফেনীবাসীর ভালোবাসা ছাড়া অন্য কিছু পাওয়ার আশায় করিনি। যোগ্য নেতৃত্বের অভাবে ফেনী সমিতির আজ বেহালদশা। তাই আমি মনে করি, ফেনীবাসীর উন্নয়নের জন্যে আমাদের প্রাণের সংগঠন ফেনী সমিতিকে গৌরবোজ্জল ভূমিকায় ফিরিয়ে আনার জন্যে গনি আহমেদ-বুলবুল পরিষদ পুনঃরায় দায়িত্বে আসা প্রয়োজন। তিনি আরো বলেন, আমাদের পরিষদ যদি দায়িত্বে আসে ফেনী সমিতি বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে নাম্বার ওয়ান জেলা সমিতিতে প্রতিষ্ঠিত হবে- ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ফেনী সমিতির ঢাকার নির্বাচন অনুষ্ঠিত হবে।