জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ৩১ আগষ্ট মঙ্গলবার বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষেদের আয়োজনে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের পরিচালনায় বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও উন্নত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একেএমএ হামিদ,সাধারন সম্পাদক মো. শামছুর রহমান,আওয়ামী স্বেচ্ছসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুমদ স্বপন বক্তব্য রাখেন। এর পর ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।