ফেনীর ছাগলনাইয়া উপজেলা হিসাব রক্ষন বিভাগের কর্মকর্তা মোঃ মোস্তফা জামান’র বিরুদ্ধে আর্থিক লেনদেন সহ সাক্ষর না দেওয়ার অনেক অভিযোগ উঠেছে। ছাগলনাইয়া উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকিরা জানান, চাকুরির দশ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবে। তারা আরো জানান, ২০১৫ সালে ১৫ ডিসেম্বর মাসে সরকারী ভাবে গ্রেজেট পাশ করলেও দশ বছর পরও উচ্চতর গ্রেড’র কোন টাকা পাইনি। বকেয়া টাকা না পাওয়া শিক্ষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মৌখিক অভিযোগে শিক্ষকরা আরো জানান, সরকারী মোতাবেক অনুমোদন হলেও রহস্যজনক ভাবে সেই অনুমোদন কাগজে উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মোস্তফা জামান কোন ধরনের সাক্ষর করছেনা। শিক্ষদের অভিযোগ তিনি সাক্ষরের জন্য মোটা অংকে ঘুষ দাবি করেছে। এদিকে উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মোস্তফা জামানকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমার বিরুদ্ধে শিক্ষকরা অযৌক্তিক ও ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেন। আমি উর্ধতন কর্মকর্তাদের কাছে একটা আপত্তি নোটিশ পাঠিয়েছি। কিন্তু আপত্তি নোটিশটি তিনি দেখাতে পারেনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী জানান, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মোস্তফা জামান এর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। উনি এখানে যোগদানের পর থেকে প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হচ্ছেন।