রাজারহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক দিবসের মিলাদ ও দোয়া মাধ্যমে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০ঃ৩০ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষীর নেতৃত্বে উপজেলা চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিকেলে এক আলোচনা সভায় জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার স্মৃতি চারন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্বরন করেন।এসময় তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মুক্তিযুদ্ধে অন্যান্য অবদানের কথাও স্বরণ করেন।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজগর আলী,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার,যুগ্ন আহবায়ক সামিউল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়,উমর মজিদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নাল তালুকদার,বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার আহসান রতন,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন প্রমুখ।আলোচনা অনুষ্ঠান শেষে জাতিক জনক ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।অন্যদিকে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃআখতারুজ্জামান মুক্তিযোদ্ধা কম্প্রেক্সে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ করে বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।